ফেইসবুক , টুইটার ইন্সটাগ্রাম সহ আরো অনেক সোস্যাল সাইটে পোস্ট শেয়ার করতে গেলে, পোস্টগুলো সোস্যাল মিডিয়া ওয়েবসাইটে ছবিসহ বা কার্ড ভিউ আকারে প্রকাশ হয় না ? এই সমস্যায় পড়ে থাকেলে এই আর্টিকেলটি পড়ুন । অনায়েসে সমাধান হবে ছবি শেয়ারিং সকল সমস্যার ।
তবে কিছু কিছু ক্ষেত্রে Facebook ও Pinterest এই সমস্যাটি বেশি লক্ষ্য করা যায় । আর এই ধরনের সমস্যা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুলোতে বেশি দেখা দিতে পারে । সোস্যাল মিডিয়ায়: ওয়েব সাইটের লিংকসহ ফিচার ইমেইজ featured image দেখা না গেলে কি করবেন? featured image featured image featured image facebook facebook share
এই লেখায়, আমরা আপনাকে দেখাব কীভাবে এই ইস্যুগুলো ঠিক করবেন ।
সমস্যা সমাধানের জন্য কোথায় এই সমস্যা হচ্ছে তা খোঁজে বের করা দরকার । তাহলেই বুঝা যাবে কিভাবে এই সস্যার সমাধান করা যাবে। Facebook ,Pinterest দুইটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ পোস্ট শেয়ার করার ক্ষেত্র , সমস্যা দেখা দিলেও আমরা আপনাকে দেখাবো ফেসবুকের পোস্ট শেয়ারিং এর সমস্যার সমাধান। ফেসবুকের শেয়ারিং এর সমস্যার সমাধান হয়ে গেলে বাকীগুলোও এমনিতেই হয়ে যাবে।
ফেসবুকে post thumbnail আকারে বা ছবি সহ কেন পোস্ট হচ্ছে না তা জানার জন্য এখানে ক্লিক করুন।
ঐ লিংকে ক্লিক করার পর নিচের ছবির মতো পেইজ ওপেন হবে ।
যে লিংক ফেসবুকে ছবি সহ পোস্ট হচ্ছে না , সেই লিংক , লিংক বক্সে দিয়ে ডিবাগে ক্লিক করুন । নিচের ছবির মতো দেখাবেসোস্যাল মিডিয়ায়: ওয়েব সাইটের লিংকসহ ফিচার ইমেইজ featured image দেখা না গেলে কি করবেন? featured image featured image featured image facebook facebook share
যদি আপনার লিংকে কোন সমস্যা থাকে তাহলে নিচের ছবির মতো বার্তা দেখাবে না। আর যদি কোন সমস্যা থাকে তাহলে নিচের ছবির মতো দেখাবে। লিংকসহ ছবি সহ ফেসবুকে ছবি , কার্ড ভিউ।
Facebook:
Curl Error: 61_(BAD_CONTENT_ENCODING)
সমাধান
ফেসবুকে ছবি শেয়ারিং এর সমস্যা সমাধানে ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের জন্য এসিও প্লাগইন ইন্সটল করুন । হতে পারে
Rankmath, Yoast , Aiseo এসইও প্লাগইন।
নিচের ছবিতে দেখুন.. yoast seo এর স্কীনসট দেওয়া হয়েছে ।
এখানে সোস্যাল ট্যাব থেকে আপনার কাঙ্খিত ছবি সেট করে পাবলিশ বাটনে ক্লিক করুন।
তার পরেও যদি সোস্যাল মিডিয়াতে ছবিসহ পোস্ট শেয়ার করতে সমস্যা হয় । তাহলে বুঝবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে কোন প্লাগইন Conflict করছে।
সেই প্লাইনটা খোঁজে বের করে এক্টিভ ও ডিঅ্যাক্টিভ করে দেখুন । কোন সমাধান পাওয়া যায় কিনা । আমারা এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্লাগইন এক্টিভ ডিঅ্যাক্টিভ করে দেখেছি ।
আমাদের ওয়েব সাইটে W3 Total Cache প্লাগইনটা Conflict করতেছিলো। এই প্লাইনটা এক্টিভ ডি অ্যাক্টিভ করে দেখুন ফেসবুক শেয়ারে কোন সমস্যা হয়নি ।
যদি এই প্লাগইনের কারনে ফেসবুকে পোস্ট শেয়ারিং সমস্যা করে তাহলে এর সমাধানও আপনাদের জানাবো। তবে W3 Cache গ্লাইনটা ওয়েব সাইটের জন্য খবুই গুরুত্বপূর্ন । এই প্লাগইনটা এক্টিভ রেখেই কিভাবে সমস্যার সমাধান করা যায় আসুন তা আমরা দেখি।
W3 Total Cache প্লাগইনের সেটিং থেকে Browser Cache এর টিক মার্ক তুলে দিন । Browser Cache এর টিক মার্ক তুলে Save করুন। নিচের ছবির মতো দেখুন..।
এই কাজটি করার পর আপনার ফেসবুকে শেয়ারিং নতুন করে সমস্যা সৃষ্টি করবে না আশা করি।
কাকন আহম্মেদ / ইবাংলানিউজ২৪.কম।
মন্তব্য করুন