বাংলাদেশে চালু হচ্ছে পর্তুগালের কনস্যুলার সেবা বা দূতাবাস।
ভাস্কো দা গামা দেশে গর্তুগালের বাংলাদেশী অভিবাসীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে কনস্যুলার সেবা বা দূতাবাস।
এর আগে ২০১২ সালে পর্তুগালে বাংলাদেশী কনস্যুলার সেবা বা দূতাবাস স্থাপিত হয়।
বাংলাদেশের সাথে পর্তুগালের সম্পর্ক প্রায় ৫০০ বছরের এবং পর্তুগালে বাংলাদেশী অভিবাসী আছে প্রায় ৩০ হাজারের মতো ।
এতদিন এই বিপুল সংখ্যক অভিবাসীর ভিসা সহ অন্যান্য কার্যাদি সম্পূর্ণ করা হতো ভারতের পর্তুগাল কনস্যুসার সেবা থেকে।
এরই মধ্যে ভারতে কোভিট-১৯ মারাত্মক আকার ধারন করার কারনে কনস্যুলার সেবার জন্য অনেক অভিবাসী প্রত্যাশী ভুগান্তিতে পরেছে।
তাই বাংলাদেশ সরকার নীতিগত সিন্ধান্ত নিয়েছে প্রবাসীদের কষ্ট লাগবের জন্য পর্তুগাল কনস্যুলার সেবা বাংলাদেশে করার জন্য ।
এখন পর্তুগাল সরকারের নীতগত সিন্ধান্তে অপেক্ষায় আছে হাজারও প্রবাসি বাংলাদেশী ।
আগামী ২৭ জুন ঢাকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের দূতবাসের জন্য মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এদিকে বাংলাদেশী লিসবন দূতবাবাস বলছে, বাংলাদেশর ভিসা প্রসেসিং এর জন্য দূতাবাসের কাজ চলছে ।
পর্তুগাল সরকারের নীতিগত অনুমিতির পাওয়া গেলেই বাংলাদেশে দূতাবাসের কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন