দক্ষিণ কোরিয়া কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন এ মাসে শুরু হবে। এবার বিশেষ পদ্ধতিতে কোরীয় ভাষা পারদর্শী ৯ হাজার প্রার্থী সুযোগ পাবেন, তাদের পরীক্ষা সেপ্টেম্বর শুরু হবে।
আর লটারি পদ্ধতিতে পনেরো হাজার সুযোগ পাবেন, তাদের পরীক্ষা ২০২৩ শুরু হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে, প্রস্তুতি সম্পন্নশেষে এ সংক্রান্ত বিজ্ঞাপন বোয়েসেলের ফেসবুক পেইজে প্রচারের কথা জানায় , বোয়েসেল কর্তৃপক্ষ ।
আসছে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে যা যা লাগবে:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমানের ডিগ্রী;
২। বয়স সীমা ২৯-০৮-১৯৮২ থেকে ২৮-০৮-২০২২ পর্যন্ত;
৩। পাসপোর্ট-এর মেয়াদ থাকতে হবে;
৪। যার কালার ব্লাইন্ডনেস ও রঙ বোঝার সক্ষমতার সমস্যা নেই;
৫। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৬। মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
৭। যার কোন দিন রাষ্ট্রীয় নির্দেশে কারা অন্তরীণ বা কঠোর শাস্তি হয়নি;
৮। যার কোন দিন সরকারি এজেন্সি কর্তৃক দক্ষিণ কোরিয়ার পোর্ট থেকে ফেরত পাঠানো হয়নি, বা কোরিয়া বের হওয়ার নির্দেশ দেয়া হয়নি;
৯। যার উপর বিদেশ যাত্রায় কোন নিষেধাজ্ঞা নেই বা যেতে কোন সমস্যা নেই এবং
১০। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়ায় ৫ বছর বা ততোধিক কাল কোরিয়ায় বসবাস করে নাই এমন ব্যক্তি।
তথ্য সূত্র: বোয়েসেল ফেসবুক পেইজ #Boesl
মন্তব্য করুন