বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বােয়েসেল) অনুমতিত ফেসবুক পেইজে আজ রাত ১২ টা ১ মিনিটে দক্ষিণ কোরিয়ায় দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যে বোয়েসলের (Boesl) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
বোয়েসেল কোরিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর জন্য সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানাে যাচ্ছে যে, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)-এর আওতায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে চাকরির জন্য কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত যােগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে | নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd-এ দুই পদ্ধতিতে নিবন্ধন করার সুযােগ পাবেন:
আবেদনের যােগ্যতা ও শর্তাবলী হিসবে বোয়েসেল বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে,
২.১। শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম এস.এস.সি/সমমান।।
২.২। বয়সসীমা: ২৯.০৯.১৯৮২ থেকে ২৮.০৮.২০০৪ পর্যন্ত।
২.৩। পাসপাের্ট-এর মেয়াদ হালনাগাদ থাকা সাপেক্ষে।
২.৪। যার কালার ব্লাইন্ডনেস ও রঙ বােঝার সক্ষমতার সমস্যা নেই । ২.৫।
কোরীয় ভাষা পড়া, লেখা ও বােঝার পারদর্শিতা থাকতে হবে।
২.৬। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযােগ্য বলে বিবেচিত হবেন।
২.৭। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনাে শাস্তি হয়নি।
২.৮। যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি।
২.৯। যার উপর বিদেশ যাত্রায় কোনাে নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনাে সমস্যা নই।
২.১০। যারা কোরিয়ায় ই৯/ই১০ ভিসায় সর্বমােট ৫ বৎসরের বেশি থাকেনি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোরীয় ভাষা পারদর্শীদের প্রাথমিক নিবন্ধন: কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কোরীয় ভাষা পারদর্শী উপরে বর্ণিত যােগ্যতা ও শর্তাবলী পূরণকারী আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখ সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে (first come first serve) প্রাথমিক নিবন্ধন সম্পন্ন। করতে হবে।
নির্ধারিত সময়ে ১১০০০ জন প্রার্থীর প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলে নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের মধ্য হতে প্রথম ৯০০০ জন (Submission ID 20220000001 থেকে 20220009000) চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে দুপুর ১২ ঘটিকার মধ্যে এইচআরডি কোরিয়ার নির্ধারিত পরীক্ষার ফি ৩১০০/- টাকা + অনলাইন ফি ৫০০/- টাকা মােট ৩,৬০০ (তিন হাজার ছয়শ) টাকা বিকাশ কমিশন ৪১.৪০ (একচল্লিশ টাকা চল্লিশ পয়সা) অফেরতযােগ্য বিকাশ অ্যাপ-এর মাধ্যমে প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে | কোরীয় ভাষা পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করবেন। নির্ধারিত সময়ে ৯০০০ জন প্রার্থীর চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সাইট বন্ধ হয়ে যাবে।
অন্য দিকে কোরীয় ভাষা অপারদর্শীদের প্রাথমিক নিবন্ধন (লটারি): কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ ২৯ আগস্ট সকাল ১১ ঘটিকা থেকে ৩১ আগস্ট ২০২২ খ্রি. তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নিবন্ধন ফি ৫০০/- (পাঁচশ) টাকা (অফেরতযােগ্য) + বিকাশ কমিশন ৫.৭৫ (পাঁচশ টাকা পঁচাত্তর পয়সা) বিকাশ গেটওয়ের মাধ্যমে মাধ্যমে জমা করে Transaction ID গ্রহণ পূর্বক নির্ধারিত নিবন্ধন সাইটে চাহিত তথ্য পূরণ করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। যদি কোনাে প্রার্থীর নির্ধারিত নিবন্ধন ফি জমা দেয়ার পরও বিকাশ থেকে Transaction ID না পেয়ে থাকেন, তবে বিকাশ হটলাইন নম্বর ১৬২৪৭-এ যােগাযােগ করে Transaction ID নিশ্চিত হওয়ার সুযােগ রয়েছে বলে জানায় বোয়েসেল। বোয়েসেল আরো বলেন, এ সংক্রান্ত ডকুমেন্টেশন/নমুনা বােয়েসেল-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য যে, ২৯ ও ৩০ আগস্ট রাত ১২ |ঘটিকা থেকে রাত ২ ঘটিকা পর্যন্ত নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য অনলাইন প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকবে।
দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রার্থী বাছাই প্রক্রিয়া: (১) প্রথম রাউন্ড পরীক্ষা (EPS TOPIK) + (২) দ্বিতীয় রাউন্ড পরীক্ষা (স্কীল টেস্ট+ কম্পিটেন্সি টেস্ট) → (৩) প্রাপ্ত স্কোর যােগ। |
লটারির প্রক্রিয়া: নির্ধারিত সংখ্যার চেয়ে প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা বেশি হলে এইচআরড়ি কোরিয়া
কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষা অংশগ্রহণের প্রার্থী নির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ রবিবার সকাল ১১ ঘটিকায় বােয়েসেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীগণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা বােয়েসেল-এর ওয়েবসাইট ও ফেসবুক পেইজ-এ প্রচার করা হবে।
দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক বার্ষিক কোটা ঘােষণার পর চূড়ান্ত রেজিস্ট্রেশনের শিডিউল ঘােষণা করা হবে।
আরও উল্লেখ্য যে, চুড়ান্ত নিবন্ধনের পরও কোনাে প্রার্থীর আবেদনকৃত তথ্য বা প্রমাণাদি ভুয়া/মিথ্যা প্রমাণিত হলে তার ইপিএস নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। উক্ত নিবন্ধন কেবল কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যােগ্যতা নিশ্চিত করে, কোরিয়াতে চাকরির নিশ্চয়তা বহন করে না।
এর আগে গত ১৭ ই আগস্ট বোয়েসেল দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী কমী নিয়োগের জন্য অনলাইন নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে । কিন্তু সাটিফিকেট ইস্যুকে কেন্দ্র করে নানান মতামত ও কোচিং সেন্টারের অর্থ বানিজ্যের অভিযোগে বিজ্ঞপ্তি সংশোধন করে আজ ২৭ আগস্ট সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করলো।
মন্তব্য করুন