৫৩৩ মিলিয়ন বা ৫৩ কোটি ৩০ লাখ ফেইসবুক ব্যবহারকারীর তথ্য হ্যাকারের দখলে – এমনই খবরে আলোচনা চলছে বিশ্ব জুড়ে। বিশ্বজুড়ে ১০৬ টি দেশে ফেইসবুক ব্যবহার করে মানুষ।তাদেরই ফেইসবুক একাউন্টের তথ্য এখন হ্যকারের দখলে । ফেইসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা ,কিভাবে জানবেন? এই প্রতিবেদনে বিস্তারিত পড়ুন। ৫৩৩ মিলিয়ন বা ৫৩ কোটি ৩০ লাখ এর মাঝে আপনার অ্যাকাউন্টও থাকতে পারে। বিশ্বে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশী ৩৮ লাখের বেশি ফেইসবুক একাউন্ট হ্যাকারের দখলে।
আপনার ফেইসবুক একাউন্টের তথ্য ফাঁস হয়েছে কিনা তা জানার হ্যাভআইবিনপনড নামক একটি ওয়েবসাইট ব্যবহার করে জানতে পারবেন। জানিয়েছে দেশের সব চেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউন ।
ইউরোগের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টিএনডাব্লিউ এর এক প্রতিবেদেনের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করে বাংলাট্রিবিউন। টিএনডাব্লিউ ঐ প্রতিবেদনে জানায় ,
ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনায় যেসব ই-মেইল আইডি উন্মুক্ত হয়েছে সেগুলোকে একসঙ্গে নিজেদের সাইটে আপলোড করেছে হ্যাভআইবিনপনড ডট কম। পাশাপাশি অন্যান্য সময় তথ্য ফাঁসের ঘটনায় উন্মুক্ত হওয়া ই-মেইল আইডিও এই তালিকায় স্থান পেয়েছে। ফাঁস হওয়া ই-মেইল আইডির তালিকায় আপনার মেইল আছে কিনা তা নিশ্চিত হতে ধাপগুলো অনুসরণ করুন-
১) প্রথমেই হ্যাভ আইবেন পনড ডট কম সাইটে প্রবেশ করুন।
২) এবার নির্ধারিত ঘরে আপনার ই-মেইল আইডি টাইপ করে পাশের অপশনে ক্লিক করতে হবে
৩) যদি আপনার ই-মেইল ফাঁস হয়ে থাকে তাহলে আপনি একটি সতর্ক বার্তা পাবেন
আপনার ই-মেইল ফাঁস হয়ে থাকলে সতর্কবার্তা পাওয়ার পর পরই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। একইসঙ্গে চালু করতে হবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এখান থেকে সতর্ক বার্তা পাওয়া মানে শুধু এবার নয়, অন্য যেকোনও ঘটনায় আপনার ই-মেইলটি ফাঁস হয়ে থাকতে পারে।
হ্যাভআইবিনপনড ডট কম ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ই-মেইলের পাশাপাশি ফাঁস হওয়া ফোন নম্বরগুলোকেও একসঙ্গে আপলোডের বিষয়টি বিবেচনায় রেখেছে। ফোন নম্বরগুলো আপলোড করা হলে আপনি বুঝতে পারবেন ফাঁস হওয়া তথ্যের তালিকায় আপনার ফোন নম্বরটি আছে কিনা।
প্রসঙ্গত,১০৬ টি দেশের ৫৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের উপর ৩২ মিলিয়ন ৩ কোটি ২০ হাজার ফেইসবুক একাউন্ট, যুক্তরাজ্যের ব্যবহারকারীদের ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ হাজার এবং ভারতে ব্যবহারকারীদের ৬ মিলিয়ন বা ৬ কোটি হ্যাক হওয়া ফেইসবু একাউন্ট রয়েছে আর বাংলাদেশীদের ৩৮ লাখ । এটিতে তাদের ফোন নম্বর, ফেসবুক আইডি, পূর্ণ নাম, অবস্থান, জন্ম তারিখ, বায়োস এবং – কিছু ক্ষেত্রে – ইমেল ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজ সাইট বিজনেস ইনসাইডার ফেসবুক বিষয় ফাঁস হওয়া তথ্যের একটি নমুনা পর্যালোচনা করেছে এবং তথ্য সেটে তালিকাভুক্ত আইডি গুলোর সাথে পরিচিত ফেসবুক ব্যবহারকারীদের ফোন নম্বরগুলি মিলিয়ে বেশ কয়েকটি রেকর্ড যাচাই করেছে। ফেসবুকের পাসওয়ার্ড রিসেট বৈশিষ্ট্যটি ডেটা সেট থেকে ইমেল ঠিকানা গুলি পরীক্ষা করে রেকর্ড গুলো যাচাই করা হয়েছে।
ফেসবুকের একজন মুখপাত্র ইনসাইডার কে বলেছিলেন যে ২০১৯ সালে সংস্থাটি যে ধরনের দুর্বলতার কারণে ডাটা স্ক্র্যাচ করা হয়েছিল
শনিবার প্রকাশিত সাইবার ক্রাইম গোয়েন্দা সংস্থা হাডসন রকের সিটিও অ্যালন গালের মতে, এই ফাঁস হওয়া তথ্য সাইবার অপরাধী যারা তাদের ব্যক্তিগত ছদ্মবেশ তৈরি করার জন্য বা তাদের লগইন তথ্য হস্তান্তর করার জন্য কেলেঙ্কারি হিসাবে মূল্যবান তথ্য সরবরাহ করতে পারে।
তথ্য সূত্রঃ বিজনেস ইনসাইডার।
- ফেইসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা ,কিভাবে জানবেন? এই প্রতিবেদনে বিস্তারিত পড়ুন
- ফেইসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা ,কিভাবে জানবেন? এই প্রতিবেদনে বিস্তারিত পড়ুন
- ফেইসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা ,কিভাবে জানবেন? এই প্রতিবেদনে বিস্তারিত পড়ুন
- ফেইসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা ,কিভাবে জানবেন? এই প্রতিবেদনে বিস্তারিত পড়ুন
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন