শীঘ্রই চীন থেকে আসবে ৫ লাখ ডোজ সিনোফার্মার টিকা।
বাংলাদেশে খুব শীঘ্রই আসবে সিনোফার্মার ভ্যাকসিনের ৫ লাখ ডোজ। দুই সপ্তাহের ট্রায়ালের পর সরকারি ভাবে করা হবে ভ্যাকসিন আমদানি।
এমনই পরিকল্পনা জানিয়েছেন ঔষধ প্রশাসন। ঔষধ প্রশাসনের পরিচালক বলেন, সুযোগ আছে বাংলাদেশের ঔষধ কম্পানিরও , তারা চাইলে উৎপাদন করতে পারে টিকা। কিন্তু সেই প্রক্রিয়ায় লেগে যেতে পারে ৬ মাস।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন , টাকা দিয়েও অ্যাস্ট্রাজেনেকার টিকা না পাওয়ার করনে চীন ও রাশিয়ার টিকা আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
চীনের সিনোফার্মার টিকা ৩৫ টি দেশে অনুমতি দিয়েছে। সিনোফার্মার ভ্যাকসিন ৭৯ শতাংশ কার্যকর। টিকাটি দুইটি ডোজ দিতে হবে । প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হয়।
আরো পড়ুন>>
ভ্যাকসিন স্পুটনিক-ভি আসছে বাংলাদেশে মে মাসে। দুটি ডোজে ৯১% কার্যকর।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন