এক বছরের পর এই প্রথম মৃত্যুহীন দিন দেখলো যুক্তরাজ্য। গতকাল ১ জুন যুক্তরাজ্যে একজনও মৃত্যুবরণ করেনি।
গত বছর ৭ ই মার্চ যুক্তরাজ্যে প্রথম করোভাইরাস কোভিড-১৯ শে আক্রান্ত হয়ে মারা যায় এক জন।
এই পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মার গেছেন ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। এদিকে যুক্তরাজ্যে একদিনেও করোনাভাইরাসে শনাক্তের হারও অনেক কমে এসেছে। মঙ্গলবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে তিন হাজারের বেশি মানুষের দেহে।
ব্রিট্রিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাক হ্যামপার মনে করেন , যুক্তরাজ্যে একদিনে মৃত্যুহীন দিন পার করায় যুক্তরাজ্যের মানুষ উচ্ছ্বসিত হবে। সংক্রমণ ও মৃত্যু কমার পিছনে টিকা বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।
অন্যদিকে , ভারতে নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট বেড়ে যাওয়া যুক্তরাজ্যে তৃতীয় ঢেউয়ের আশংঙ্কা করছে যুক্তরাজ্যের মানুষ। ভারতে এই ভ্যারিয়েন্টে আক্রান্তু প্রাণ গেছে ৩ হাজার ৫ জনের আর ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টে একদিনে শানাক্ত ১ লাখ ৫০ হাজারের বেশি।প্রথম করোনায় মৃত্যুহীন দিন দেখলো যুক্তরাজ্য । প্রথম করোনায় মৃত্যুহীন দিন দেখলো যুক্তরাজ্য ।
মন্তব্য করুন