১৯ জুন থেকে ফাইজার ও সিনোফার্মার টিকা দেওয়া শুরু।
আগামী ১৯ জুন থেকে ফাইজার ও সিনোর্ফামের টিকা দেওয়া শরু হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ তিনি মহাখালীতে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন।
এদিকে, গত ১২ ই মে বাংলাদেশকে উপহার হিসেবে ৫ লাখ ডোজ সিনোফার্মার টিকা পাঠায় চীন এবং আরো পাঠায় উপহার হিসেবে গত ১৩ ই জুন ৬ লাখ সিনোফার্মার টিকা ।
এই পর্যন্ত চীনের দেওয়া টীকা আছে মোট ১১ লাখ, এখান থেকে বাংলদেশে কর্মরত ৩০ হাজার চীনা কর্মীদের টিকা দেওয়া হবে। বাকী ১০ লাখ ৭০ হাজার ডোজ দেশের ৫ লক্ষ ৩৫ হাজার মানুষকে দেওয়া হবে বলে জানা যায়।
ফাইজারের ১ লক্ষ ৬ হাজার ডোজ টিকা কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভ্যাক্স আরো এক কোটি ডোজ দিবে বলে জানা যায়।
অন্যদিকে শিগরই আসছে অস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ । আরো রাশিয়ার সাথে স্পুটনিক-ভি দেশে তৈরি করার যুক্তি হচ্ছে এবং চীনের সিনোফার্মার সাথে এক কোটি ডোজ টিকা চুক্তি প্রায় শেষের দিকে।
মন্তব্য করুন