ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ । কেন বন্ধ ? কারন একটাই পৃথিবীতে বাড়ছে করোনা সংক্রমণ। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারত থেকে আপাতত অন্য দেশে রপ্তানি বন্ধ রেখেছে ভারত।
পৃথিবীতে করোনার প্রকোপ বাড়ার কারনে ভারত সরকারে এই সিন্ধান্ত । অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন কারী দেশ গুলো মধ্যে ভারত অন্যতম । তার কারন হলো এই টিকা সারা পৃথিবীতে রপ্তানি করা হচ্ছে । আর এই টিকা উৎপাদন করছে ভারতে সবচেয়ে বড় ঔষধ প্রস্তুতকারী কম্পানি সিরাম ইনস্টিটিউট । ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশে কোভিট-১৯ এর প্রকোপ বাড়ার কারনে ভারত টিকা রপ্তানি বন্ধ রেখেছে বলে জানা যায় ।
WHO এর তত্বাবধানে চল ছিলো পৃথিবীর নিম্ম আয়ের দেশ গুলোতে টিকা দান কর্মসূচি । এই টিকা দান কর্মসূচি WHO বিশ্বের ৬৪টি নিম্ম আয়ের দেশে প্রদান করা হয় । কিন্তু বর্তমানে পৃথিবী জুড়ে করোনা প্রকোপ বাড়ার কারে তা বন্ধ রাখছে ভারত। সেরাম ইনস্টিটিউট এই পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষ ডোজ ৬৪ টি দেশে রপ্তানি করছে । সব কিছু ঠিক থাকলে আরো ডোজ রপ্তানি করবে বলে জানায় ভারত । তবে আপাতত বন্ধ থাকবে টিকা রপ্তানি।
বিশ্ব সাস্থ সংস্থা একটি ইমেলে জানায় , ৬৪ টি নিম্ম আয়ের দেশেগুলোতে অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি অনুমতি পত্র না পাওয়ার করানে ,টিকা পৌছানো দেরি হতে পারে।
,মার্চ ও এপ্রিলে টিকা দেওয়ার কথা ছিলো তা পৌছতে এখন সাময়িক দেরি হবে বলে জানায় WHO
মন্তব্য করুন