মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ায় আজ রবিবার সন্ধ্যায় নেরন্দ্রমোদী টুইট করে অভিন্দন জানান। মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিজেপি দলকে ২১৩ আসনে হারায়।
পশ্চিমবঙ্গে ২৯২ টি আসনের মধ্যে মমতা ব্যানার্জি ২১৩ টি এবং বিজেপি ৭৩ টি আসনে পান। আর অন্যান্য দলেরা ১ টি করে আসানে জয়ী হয়।
মুদি টুইটে বলেন, অভিনন্দন দিদি পশ্চিমবঙ্গ জয় লাভ করার জন্য। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে মহামারি কোভিট-১৯ থেকে বের হওয়ার জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।
মোদি আরো একটি পৃথক টুইটে পশ্চিমবঙ্গের নিজ দলের নেতা কর্মীদের ধন্যবাদ দেন । তিনি বলেন , পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান নগণ্য ছিলো । কিন্তু এবার গুরুত্বপূর্ন হয়ে উঠছে।
নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কেরালার সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর এম কে স্টালিনকেও অভিনন্দন জানানো হয়েছে। এই দুই রাজ্যে এই দুই নেতার দল জয়ের পথে রয়েছে।
এদিকে নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে শুরু করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা।
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে মমতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।’
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন