ইংল্যান্ডের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ ১১ ই মে বেলজিয়ামের একটি আদালতে মামলা করেন ইউরোপীয় ইউনিয়ন তথা ইইউ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রথম আলো জানায়, মঙ্গলবারের মামলায় ইউরোপী ইউনিয়ন অভিযোগ করেছে অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহের চুক্তি লঙ্ঘন করছে।
অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকার দাবি , ইউরোপীয় ইউনিয়নের এই মামলা ভিত্তি হীন । তার কারণ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার আইনজীবী মনে করেন. এই মামলার কোন প্রয়োজন নেই । তার কার এই সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসের শেষ দিকে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে মালা করে ইউরোপীয় ইউনিয়ন। উক্ত মামলায় ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ আনে অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবারহ করতে দেরি করছে।
আজকের মামলায় বেলজিয়ামের আদালতে মামলার শুনানির সময় ইউরোপীয় ইউনিয়নের আইনজীবি রাফায়েল জাফেরালি আদালতের কাছে আরজি জানায় যে , আদালত যেন আগামী জুন মাস শেষের হওয়ার আগেই ১২ কোটি টিকার ডোজ সরবরাহের বিষয় আদেশ দেন।
এদিকে , চুক্তির শর্তানুযায়ী গত ডিসেম্বর থেকে এই বছর এর জুন মাস শেষ হওয়ার আগেই ইইউকে ৩০ কোটি ডোজ টিকা সরবারহের বিষয় নিশ্চিত করেছিলো অ্যাস্ট্রাজেনেকার। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন পেয়েছে মাত্র ৫ কোটি ডোজ এবং ঔ চুক্তিতে আরো বলা হয়েছিলো ৩০ কোটি ডোজ টিকা জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই সরবারহ করবে।
ইউরোপীয় ইউনিয়নের আইনজীবি আদালতকে বলেন, চুক্তি অনুয়ায়ী টিক সরবারহের বিলম্বের কারণে অ্যাস্ট্রাজেনেকার উচিত আংশিক ও তাৎক্ষণিক ক্ষতিপূরন হিসবে আগামী জুন মাস শেষ হওয়ার আগেই ১২ কোটি ডোজ টিকা সরবারহ করা।
আদালতে শুনানিতে অংশ নেন অ্যাস্ট্রাজেনেকার আইনজীবী হাকিম বৌলারবাহ । তিনি আদালতে বলেন, অ্যাস্ট্রাজেনেকার এই বছরের মাঝামাঝি নাগাদ ১০ কোটি ডোজ টিকা সরবরাহের লক্ষ্যে কাজ করছে।
আদালতে অ্যাস্ট্রাজনেকার আইনজীবী হাকিম বৌলারবাহ অ্যাস্ট্রাজেনেকার পক্ষে যুক্তি তুলে ধরেন, টিকার শর্তানুয়ায়ী নির্ধারিত সময়ের মধ্যে অ্যাস্ট্রাজনেকার বাধ্য নয় ।কোন, চুক্তিতে বলা আছে, ঔ পরিমান (৩০ কোটি ডোজ) টিকার ডোজ অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ করতে সর্বোচ্চ চেষ্টা করবে।
শুনানি শেষে আদালত বিচারক মামলাটি গ্রহণ করেন । তিনি এই মামলার ২য় শোনানির দিন ধার্য করেন আগামী ২৪ সেপ্টেম্বর।
ইবাংলানিউজ২৪ডটকমে আরো পড়ুন>>
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রাজেনেকার টিকা অন্য দেশে রপ্তানি বন্ধ।
- ভারতে রেকর্ড পরিমাণে করোনায় সংক্রমিতের হার বাড়ছে ।
- তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসবে শপথ গ্রহন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- বাড়ছে ভারতে করোনা ভাইরাস আক্রান্তে শীর্ষে ভারতে এবং দ্বিতীয় ব্রাজিল।
মন্তব্য করুন