মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধে সমর্থন জানান অন্য দিকে মাহমুদ আব্বাসকে যুদ্ধ বিরতির কথা বলেন।
শনিবার হোয়াইট হাউস এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে । এই বিবৃতিতে বলা হয় , মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে পৃথক পৃথক ভাবে ফোনে কথা বলেন।
হোয়াইট হাউস জানায়,
The President also spoke with Palestinian Authority President Abbas and conveyed a commitment to strengthening the U.S.-Palestinian partnership. They discussed a shared desire for Jerusalem to be a place of peaceful coexistence for all faiths and backgrounds.
— The White House (@WhiteHouse) May 15, 2021
হোয়াইট হাউস আরো জানায়,প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী পক্ষের রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আর এই অধিকারের প্রতি তাঁর (বাইডেন) একনিষ্ঠ সমর্থন অব্যাহত থাকবে।
তবে তিনি দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন।
অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। এ সময় তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফিলিস্তিনির প্রেসিডেন্টের সাথে মাহমুদ আব্বাসের সাথে এই ফোন আলাপ কোন কাজে আসবেনা। তার কারণ হামাসের কোন প্রতিনিধির সাথে প্রেসিডেন্ট বাইডেন কথা বলেন। কেননা, গাজা উপত্যাকায় প্রেসিডেন্ট আব্বাসের নিয়ন্ত্রন খুব কম। প্রেসিডেন্ট আব্বাস ও তার দল ফাতাহর নিয়ন্ত্রন আছে পশ্চিম তীর। গাজা নিয়ন্ত্রনে আছে হামাসের । এদিকে হামাসকে মার্কিনিরা সন্ত্রাসী দল হিসেবে চিনে।
ঐ বিবিসি প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আব্বাস ও নেতানিয়াহুকে ফোন করার পর রবিবার (বাংলাদেশ সময় সোমবার) ইসরাইল ও ফিলিস্তিনি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে যাচ্ছে।
এদিকে তেল আবিবে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি ও ইসরায়েলের সম্পর্ক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাদি আমর। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাদি আমর ইসরায়েল ও ফিলিস্তিনিতে দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন এবং এরি মাধ্যে হাদি আমরের সাথে কথা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি এবং জাতিসঙ্গের কর্মকর্তাদের সাথে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় , গত সোমাবার শনিবার পর্যন্ত গাজায় ইসরায়েল হামলায় ১৪৫ জন নিহত হয়েছে এদের মধ্যে ৪৫ জনই শিশু।
অন্যদিকে গাজা থেকে রকেট হামলায় দুই শিশু সহ ১০ ইসরায়েলি নিহত হয়েছে।
- ইবাংলানিউজ২৪ডটকমে আরো পড়ুন>>
ইসরায়েল গাযায় ভবন বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে – আল-জাজিরা টিভি চ্যানেল টাওয়ার।
মন্তব্য করুন