ইহুদী রাষ্ট্র ইসরাইলের জন্য এ যেন এক নতুন দিন। বদল হচ্ছে ১২ বছর পর ইসরাইল রাষ্ট্রের প্রধানমন্ত্রী।
নতুন প্রধানমন্ত্রী বেনেত। তিনি ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদে স্থালিভিষিক্ত হবেন।
সমঝোতা চুক্তি অনুসারে ইসরাইলের নতুন সরকারের ৪ বছর মেয়াদকালের দুই বছর দেশের প্রধানামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন বেনেত । ইসরাইলের দুই প্রধানমন্ত্রী ইসরাইলের দুই প্রধানমন্ত্রী ইসরাইলের দুই প্রধানমন্ত্রী
পরের দুই বছর দেশে পরিচালনা করবেন ইয়ায়ির লাপিদের নেতৃত্বে সরকার।
তারই মধ্য দিয়ে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটে।
তারই ধারাবাহিকতায় ইসরাইলের নতুন জোট সরকারের পক্ষে ভোট দিয়েছেন দেশেটির আইন পরিষদ নেসেট।
গত ১৩ ই জুন ররিবার নেসেটের সংখ্যাগরিষ্ট সদেস্যরা মধ্যপন্থী ইয়ায়ির লাপিদ ও নাপাতালি বেনেতের পক্ষে ভোট দেন।বিকাল ৪ টার দিকে নেসেটের অধিবেশন শুরু হয় ।
নেসেটের অধিবেশন শুরু হলে ৬০ জন সদেস্য ইয়ায়ির লাপিদ ও নাপাতালি বেনেতের জোট সরকারকে ভোট দেয়। বাকী ৫৯ জন সদেস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে।
তার সমঝোতা চুক্তি অনুযায়ী নাফতালির ও বেনেত প্রধানমন্ত্রী হিসেব শপদ গ্রহন করেন।
ইয়ায়ির লাপিদ ও নাফতালি বেনেতের জোট হচ্ছে উদারপন্থী , রক্ষণশীল রাজনৈতিক দল । এ ছাড়া ইসরাইলের ইতিহাসে প্রধম কোন সরকার গঠিত হতে যাচ্ছে যারা সংখ্যাঘু আরব ফিলিস্থিনিদের প্রতিনিধিত্ব রয়েছে ।
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘ ১২ বছর দেশটির শাসন করেন । তিনি ২০০৯ থেকে মোট ১৫ বছর দেশটির প্রধানমন্ত্রী থাকেন।
মন্তব্য করুন