আগামী ২০ সেপ্টেম্বর কানাডায় মধ্যবর্তী নির্বাচনের ডাক দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো। যদিও আগামী ২০২৩ সালের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা ছিলো।
জাস্টিন এক বিবৃতিতে উল্লেখ করেন যে, নির্বাচনে অংশ নেওয়ার জন্য কানাডার সব রাজনৈতিক দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
করোনা মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং ভ্যাকসিন নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছে কানাডার ফেডারেল সরকার।
ভোটারদের কাছ থেকে সেই পরিকল্পনার স্বীকৃতি পেতেই এই আগাম নির্বাচনের আয়োজন।
তবে বিরোধী দলের প্রধান কনজারভেটিভ পার্টির এরিন ও’টুল, এনডিপি জগমিত সিং, ব্লক কুইবাকোয়া ইয়ভেস-ফ্রাঙ্কোয়া ব্ল্যাঞ্চেট এবং গ্রিন পার্টির অ্যানামি পল সবাই হঠাৎ আগাম নির্বাচনের বিরোধিতা করে বক্তব্য দিচ্ছেন।
তারা করোনার মহামারির বিষয়টিও উল্লেখ করছেন।
কানাডায় সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০টি আসনে বিজয়ী হতে হয়।
সেখানে গত নির্বাচনে লিবারেলরা হাউস অব কমন্সে ১৫৫টি আসন পেয়ে সংখ্যালঘু সরকার গঠন করে। অপর দিকে কনজারভেটিভদের ১১৯ টি, ব্লক কিউবিকোইস ৩২টি, নিউ ডেমোক্র্যাটস ২৪ এবং গ্রিন পার্টি দুটি। পাঁচটি আসন ছিলো স্বতন্ত্রদের দখলে।
মন্তব্য করুন