ফলে ট্রুডোই আবারও প্রধানমন্ত্রী পদে থাকছেন। সিটিভি ও সিবিসি উভয়ই সংবাদমাধ্যম লিবারেল সরকার জয়ী হয়েছে বলে জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও এমনটি জানিয়েছে।
বর্তমান সরকারে ট্রুডোর দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকের কারনে, সরকার পরিচালনা করতে গিয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। আর অন্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে বাধ্য হতে হয়। সংখ্যাগরিষ্ঠতা লাভের আশায় আগামন নির্বাচন দেয় বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডায় সংসদীয় গণতন্ত্রের চর্চা হয়। এর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। হাউস অব কমন্সের ৩৩৮টি আসনের বিপরীতে ভোটার সংখ্যা দুই কোটি ৭০ লাখ।
এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় নিশ্চিত করতে হবে। বর্তমান ট্রুডোর সরকার ১৭০ টি আসন পায়নি।
।জাস্টিন ট্রুডো বলে আসছেন, তাঁর দেশের জনগণ মহামারি করোনাভাইরাসের সময়ে কনজারভেটিভ সরকার চায় না। বর্তমানে পূর্ণাঙ্গ টিকাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম।
মন্তব্য করুন