ইউক্রেনের জনপ্রিয় কমেডিয়ান থেকে রাষ্ট্র প্রধান জেলেনস্কি
কয়েক বছর আগে ব্যঙ্গাত্মক একটি টিভি শো তে ইউক্রেনের মানুষকে যে কোন আগ্রাসনে এক হওয়ার আহব্বান জানিয়েছিলেন সে সময়ে তমুল জনপ্রিয় কৌতুক অভিনেতা এবং বর্তমানে ইউক্রেনের প্রসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি।
আজ বিংশ শতাব্দীতে সে কথাই সত্যিতে হতে চলছে। সেই সময় ইউক্রেনের অন্যতম জনপ্রিয় টিভি শো সার্ভেন্ট অফ দ্যা পিপলের কথার মত, গত ২৪ই ফেব্রুয়ারী ২০২২ বৃহস্পতিবার সত্যি সত্যি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাপিয়ে পড়ার আহব্বান জানান জেলেনস্কি।
সার্ভেন্ট অফ দ্যা পিপল শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করে তমুল জনপ্রিয়তা পান বর্তমান ইউক্রেনের প্রসিডেন্ট জেলেনস্কি। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রচারিত হয় টিভি শো টি। ঐ জনপ্রিয়তার রেশ ধরেই ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে ৪৪ বছর বয়স্ক ভ্লোদিমির জেলেনস্কি।
ক্ষমতা নেওয়ার পর ইউক্রেন ও রোশ ভাষাভাষি মানুষকে এক করার প্রবক্তা বলা হয় তাকে। সাধারন মানুষের সাথে যোগাযোগ করার জন্য নিজের একটি ধরনও বেছে নেন জেলনস্কি। বিশেষ করে ইন্সটাগ্রাম প্রচারনা জেলেনস্কি নির্বাচনে জয়ের দিকটা অনেকাংশে এগিয়ে রাখে।
নির্বাচনে জয়ী হওয়ার পরে জেলেনস্কির অন্যতম প্রতিশ্রুতি ছিলো রুশ- ইউক্রেনের মধ্যে চলমান টানাপোরন মিটিয়ে ফেলা। কিন্তু পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিশ্রুতি ভঙ্গের ফাঁদে পরে ইউক্রেনে শান্তির বদলে অশান্তিতে ভাসছে ।
বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয়ে হাতেখড়ি হয় জেলেনস্কির। রাশিয়ান এবং ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশ নেন তিনি।
২০০৯ সালে মুক্তি পায় জেলেনস্কির প্রথম ছবি ‘লাভ ইন দ্য বিগ সিটি’। এর পর ‘অফিস রোম্যান্স আওয়ার টাইম’, ‘লাভ ইন ভেগাস’ সহ মোট আটটি ছবিতে অভিনয় করেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার আগে তার শেষ সিনেমা ‘আই’, ‘ইউ’, ‘হি’, ‘শি’ মুক্তি পায় ২০১৮ সালে।
কৃতজ্ঞতাঃ সময় টিভি
মন্তব্য করুন