ডেস্ক নিউজঃ স্থানীয় সময় (২৮/০২/২০২২) সকাল ১০ টা থেকে বসবে কিয়েভ- মস্কোর আলোচনা। বেলারুশের সীমান্তবর্তী এলাকায় বৈঠকে বসবে দুদেশের প্রতিনিধিরা।
রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা তাস নিশ্চিত করেছে এই তথ্য। জানিয়েছে বেলারুশের পূর্বঞ্চালের সীমান্ত শহর গোমেলে বসবে এই বৈঠক।
রোববার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো মধ্যস্থতার উদ্দেশ্যে টেলিফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কিকে।
তিনি আগেই স্পষ্ট করেছেন, কোনো পূর্বশর্তে তারা রাজি নন, বরং যুদ্ধে নিজেদের অবস্থান এবং রাশিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানতেই তারা বসবেন আলোচনায়।
জেলেনস্কি জানান, চাপের মুখে একখণ্ড ভূমিও ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়।
কৃতজ্ঞতাঃ যমুনা টিভি নিউজ
মন্তব্য করুন