আন্তজার্তিক নিউজ ডেক্স: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটি বর্তমানে রুশ হামলা কবলিত শহর থেকে অধিবাসীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য শুক্রবার ইউক্রেনের পূর্বের শহর মারিউপোল থেকে উত্তরপশ্চিমের শহর জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর উন্মুক্ত করে দেবে।
মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযের অনুরোধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাড়া দেয়ায় এই পদক্ষেপ নেয়া হয়।
মস্কো জানায়, জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনারের দপ্তর এবং রেডক্রস আন্তর্জাতিক কমিটি বা আইসিআরসি’ও করিডোর চালু করতে অংশ নেবে।
আইসিআরসি জানাচ্ছে, তাদের দলগুলো মারিউপোল থেকে নিরাপদে বেসামরিক নাগরিকদের বের করে আনার জন্য সেখানে যায়।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি মারিউপোল সামাল দেয়া নিয়ে রাশিয়ার সমালোচনা করেন। বেলজিয়ামের সংসদে বৃহস্পতিবার অনলাইনে প্রদত্ত এক ভাষণে, যেলেনস্কি বলেন, মারিউপোল রুশ সামরিক বাহিনীর শহরে ঢোকার সমস্ত পথ বন্ধ করে দেয়ার পরে, ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
তিনি এও বলেন, “শহরে কোন কিছুই নেই: পানি নেই, খাদ্য নেই, ওষুধ নেই, জীবন নেই। কোন জীবনকে টিকিয়ে রাখার জন্য আপনার প্রয়োজনীয় কোন কিছুই সেখানে নেই”।
আরো পড়ুন>> ইউক্রেনে রাশিয়ার হামলার কারন খোঁজতে গিয়ে যা জানা গেলো।
মন্তব্য করুন