বিশ্বে বাড়ছে হুহু করে করোনাভাইরাসের প্রভাব । সংক্রমনের দিকে থেকে পিছিয়ে নেই ভারত । সংক্রমনের দিক থেকে বিশ্বে ভারতের বর্তমান অবস্থান প্রথম দ্বিতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
ভাতরেত প্রতিদিন আক্রান্ত হচ্ছে ১ লাখেরও বেশি মানুষ । দৈনিক মৃত্যুর সংখ্যা ভারতে ৫০০ । ইতিমধ্যে ভয়াবহ পরিস্থির স্বীকার মহারাষ্ট্র রাজ্যেতে গত মঙ্গলবার আক্রান্ত হয়ছে ৫৫ হাজারও বেশী মানুষ।
এছাঢ়া বুম্বাই , পুণে, নাগপুরে বেড়ছে সংক্রমন। উঠতি সংক্রমনের পরিস্থিতে চরম অবস্থায় ভেঙ্গে পড়ছে রাজ্যগুলোর স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতাল গুলতে দেখা দিয়েছে অক্রিজেন ও সিলিন্ডারের সংকট।
এছাড়া নয়া দিল্লীতে সংক্রমনে তিব্রতা রোধে রাত্রিকালিন জারি করা হয়েছে কারফিউ। আগামী কয়েক সপ্তাহ রাজ্যগুলোর পরিস্থি আরো অবনতি যেন না হয় , তার জন্য সবাইকে শতর্ক থাকার আহব্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভারত যখন সংক্রমণের ঊর্ধ্বগতি ঠিক তখনই ভাইরাসের লাগাম টানতে ব্যর্থ লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় থাকার দেশটি প্রতিদিন শনাক্ত হচ্ছে প্রায় ৩০ হাজারের ও বেশি মানুষ। মৃতের সংখ্যা প্রতিদিন গড়ে ১৫০০ । আরো বেশি সমস্যা হচ্ছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টের প্রভাব । যার প্রভাব ব্রাজিল নাকাল প্রায়। লাতিন আমিরিকার দেশ জুড়ে বেড়েছে করোনার সংক্রমনের হার । যার মধ্যে উড়ুগুয়ে , প্যারাগুয়ে , প্যারু অন্যতম । এসব অঞ্চলে মৃত্যুর সংখ্যা বাড়ছে বহু গুনে।
- করোনাভাইরাসের আক্রান্ত বাড়ছে ব্রাজিলে, শীর্ষে ভারত। ভারতে রাত্রীকালিন কারফিউ।
- করোনাভাইরাসের আক্রান্ত বাড়ছে ব্রাজিলে, শীর্ষে ভারত। ভারতে রাত্রীকালিন কারফিউ।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন