মারা গেলেন বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপস।
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন। বৃটেনের স্থানীয় সময় ভোরে রানী এলিজাবেথের ব্যক্তিগত বাসভবন উইন্ডসর ক্যাসলে তার মৃত্যু হয় । এই তথ্য নিশ্চিত করেছে বাকিমহাম প্যালেস।
এই বছরের ফেব্রুয়ারিতে শারীরিক নানা সমস্যা নিয়ে প্রিন্স ফিলিপস কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হন। কয়েক বছর ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।
এর আগে ২০১১ সালে হৃদপিণ্ডের ধমনীতে ব্লক , ২০১২ সালে মৃত্রাশায় সংক্রমন এবং ২০১৩ সালে তল পেটে বিশেষ অস্ত্র প্রচার করা হয় । তবে করোনা সংশ্লিষ্ট কোন জটিলতা ছিলো না বলে জানানো হয় বাকিমহাম প্যালেস থেকে।
চলতি বছর জানুয়ারিতে রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপস করোনা ভ্যাকসিন নিয়ে ছিলেন।
১৯৪৭ সালে ২০ নভেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের বিয়ে হয় প্রিন্স ফিলিপসেকে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এলিজাবেথ সঙ্গে বিয়ের জন্য অনুমতি দেন বৃট্রিশ রাজা ৬ষ্ট জর্জ । তার ৫ বছর পর রানী দ্বিতীয় এলিজাবেথ বৃট্রিশ সিংহাসন আরোহন করেন । ফিলিপস ৪ সন্তানের জনক।।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন