পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিহত ৫ । বিজেপি ও তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ । শেষ হলো ৪র্থ ধাপের নির্বাচনব্যাপক সহিংসতা ও পাল্টা পাল্টি অভিযোগে শেষ হল পশ্চিমবঙ্গের ৪র্থ ধাপের বিধান সভা নির্বাচন।গত শনিবার কোচ বিহারে পুলিশের গুলিতে নিহত হয় ৪ জন । ভোটের লাইনে দাড়ানো অবস্থায় সংঘর্ষে নিহত হয় একজন।নিহতের ঘটনায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে দায়ী করছে নরেন্দ্র মুদী। আর এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহকে দায়ী করছেন।নিহতের নিজেদের কর্মী বলে দাবি করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনি। একই জেলায় শালবাড়ীতে বোথের সামনে বিজিপি ও তূনমূলের সংঘর্ষে নিহত হয় ১৮ বছরের এক যুবক।
চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্রপাধ্যায়ের উপর হামলা হয়েছে । বিজিপির অভিযোগ তার গাড়ি ভাংচুর তূণমূল কর্মীরা।অন্যদিকে বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়ীতে ভাংচুর করার অভিযোগ ওঠেছে। নির্বাচনি সহিংসতায় হতাহতের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ।এক সভায় নরেন্দ্র মোদি বলেন, কোচবিহারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নরেদ্র মোদি বলেন, দিদি মানুষকে উসকে দেওয়ার রাজনীতি আপনাকে রক্ষা করতে পারবেনা । আপনার দশ বছরের দুর্নীতি আপনাকে রক্ষা করতে পাবেনা।ভারতের পশ্চিম ভঙ্গে ৫ জেলায় ভোট গ্রহন করা হয়েছে ৪৪ টি আসনে। প্রতিদ্বন্দ্বিতা করছে ৬৪ জন প্রার্থী।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন