মোবাইল ফোনে কথা বলতে ৩৩ এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য ২২ শতাংশ কর দিতে হয় গ্রাহককে।
ইন্টারনেট ব্যবহার ও কথা বলার খরচ কমাতে ও করের হার কমাতে দাবি অপারটর দের। এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফ জব্বার বলেন , সেবার মান না বাড়লে কর কমালেও সুফল পাবেনা গ্রাহকরা।
মোবাইল ফোনে কথা বলতে ভ্যাট সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলিয়ে করের পরিমান দাড়ায় কথা বলার ক্ষেত্রে শতকরা ৩৩ টাকা ২৫ পয়সা এবং ডাটা ব্যবহারে ২২ শতাংশ।
১০০ টাকার কথা বললে ৬৬ টাকা ৭৫ পয়সার সেবা পান গ্রাহকেরা । ডেটার ক্ষেত্রে ১০০ টাকায় কর বাদ দিযে সেবা পাওয়া যায় ৭৮ টাকার । ২০ ২০২১-২০২২ বাজেটে মোবাইল সেবায় শুল্২১-২০২২ বাজেটে মোবাইল সেবা য় শুল্ক কমানোর দাবি
প্র্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের গ্রাহক পর্যায় করের হার বেশি বলছেন অপারেটেরা। অন্যদিকে বেশি দিতে হয় কপোর্রেট করও এবং সব করের ভার কোন না কোন ভাবে সব করের বুঝা পরে গ্রাহকের উপর।
বাংলাদেশর মোবাইল অপারেটর রবির , চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটর অফিসার সাহেদ আলম বলেন, সরকার নির্ধারিত করের পরিমান কমে গেলে, গ্রাহক পর্যায় কথা বলা ও ডাটা ব্যবহারের খরচ কমে যাবে।
তিনি আরো বলেন , এমন কোন প্রমান নাই যে , সরকার গ্রাহক পর্যায় দাম কমানোর পরেও গ্রাহক পর্যায় দাম বেড়ে গেছে।
অন্যদিকে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটর অফিসার তাইমুর রহমান মনে করেন, সম্পূরক শুল্ক ১৫% এবং সীম প্রতি ২০০ টাকার ভ্যাট কম হলে স্বল্প আয়ের মানুষের ডিজিটাল সুবিধা নিয়ে আপগ্রেড হবে ।
তিনি আরো বলেন , মোবাইল অপারেটরদের আয়ের উপর সর্বনিম্ম করের পরিমান ২% , ছোট অপারেটদের জন্য এটি একটি আর্থিক বুঝা হিসেবে দাঁড়িছে। ২০২১-২০২২ বাজেটে মোবাইল সেবায় শুল্ক কমানোর দাবি অপারেটরদের।
বাংলাদেশর টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাজেটে মোবাইল অপারেটরদের করের সুবিধা দিতে , তাদের সেবার মানের উপর গুরত্ব দিবে সরকার।
মন্ত্রী বলেন, তাদের বর্তমানে সার্ভিসের যে মানের , সেই মানের সেবায় আমি নিজেই সন্তুষ্ট না। অতএব তাদের জন্য কি কমাতে হবে কি বাড়াতে হবে ,কি করতে হবে সেটা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা তাদের অর্জন করার প্রয়োজন আছে। ২০২১-২০২২ বাজেটে মোবাইল সেবায় শুল্ক কমানোর দাবি অপারেটরদের।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশের মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক অবস্থার সমালোচনা করেন।
অপারেটরা বলছে , টেলিযোগাযোগ খাতের উন্নায় অন্যান্য খাতের বিকাশ অনেকাংশেই নির্ভরশীল। এই খাতের করের হার যৌক্তিক করার দাবি তাদের। ২০২১-২০২২ বাজেটে মোবাইল সেবায় শুল্ক কমানোর দাবি অপারেটরদের।
তথ্য সূত্রঃ ইন্ডিপেন্টেডেন্ট নিউজ টিভি।
আরো পড়ুন>>
ইবাংলানিউজ২৪/
২০২১-২০২২ বাজেটে মোবাইল সেবায় শুল্ক কমানোর দাবি অপারেটরদের।
মন্তব্য করুন