আমদানী করা বাটন ফোনের দাম বাড়বে,কমবে দেশী বাটন ফোনের দাম।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বৃহস্পতিবার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশনে বিদেশ থেকে আমদানী করা বাটন ফোনের দাম বাড়িয়ে দেশে উৎপাদিত ফিচার ফোনের দাম কমানোর জন্য প্রস্তবানা বাজেট পেশকরেন। তিনি বলেন ,দেশি মোবাইল হ্যান্ডসেট শিল্পের বিকাশ বাড়নোর জন্য বিদেশী ফোন আমদানীতে শুল্কহার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে প্রস্তবটি পাশ হলে বিদেশী ফিচার ফোন বা বাটন ফোনের দাম বাড়বে।
অর্থমন্ত্রী বলেন, সেলুলার ফোন উৎপাদন, সংযোজন ও পশ্চাদ সংযোগ শিল্পের প্রসারে এ শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা আরও বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকরণ এবং দেশীয় শিল্পের প্রতিরক্ষণে ফিচার ফোন (বাটন ফোন) আমদানিতে শুল্কহার বৃদ্ধিকরণের প্রস্তাব করছি। বাজেটে যেসব মোবাইল ফোনের দাম বাড়বে বা কমবে।
অর্থমন্ত্রী আরো প্রস্তাব করেন, বিদেশী ফিচার বা বাটন ফোনের শুল্ক বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎপাদকদের ভ্যাটছাড়ার প্রসঙ্গে। বাজেটে যেসব মোবাইল ফোনের দাম বাড়বে বা কমবে। বাজেটে যেসব মোবাইল ফোনের দাম বাড়বে বা কমবে।
অর্থমন্ত্রী আরো বলেন,বর্তমানে দেশে ব্যবহৃত মোবাইলের সিংহভাগ এ দেশে উৎপাদন ও সংযোজন হয়ে থাকে। স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরো দুই বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব করছি।
অর্থমন্ত্রীর এসব প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদশে মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)।
দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়লেও দেশে মোট গ্রাহকের প্রায় ৭০ শতাংশ মানুষ এখনও ফিচার বা বাটন ফোন ব্যবহার করেন। ফিচার ফোন বা বাটন ফোনের আমদানিতে বর্তমানে ৩৫ শতাংশের বেশি আমদানি শুল্ক রয়েছে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রন সংস্থার হিসাব অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত দেশে ১২টি মোবাইল ফোন উৎপাদন কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
এর মধ্যে প্রায় সব কারখান মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন শুরু করে দিয়েছে। দেশের বাজারে প্রায় এখন পর্যন্ত ১০ হাজার কোটি ফোন বাজারে রয়েছে।
তথ্য সূত্রঃ মানব জমিন।
মন্তব্য করুন