প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে কুষ্টিয়ার কাস্টমস মোড়ে তিন জন নিহত। আজ রবিবার ১৩ ই জুন সকালে এই হামলার ঘটনা ঘটে।
কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার বরাত দিয়ে বিবিসি জানায়,গাছের নিচে নিহতের পরিবারেরা কয়েক জনের সাথে কথা বলে।
এক পর্যায় দেখা যায় দুই দিকে থেকে তারা দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা করে । একজন পুরুষ একটি বাচ্চাকে (৬) মসজিদের ভিতরে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু মসজিদের ভিতরে গেলেও সেখান থেকে বের করে আনা হয় এবং প্রকাশ্যে গুলি করে । বাচ্চাকে গুলি করার পর বাচ্চার বাবাকেও গুলি করে। এদিকে বাচ্চটির মা দৌড়িয়ে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হামলাকরীরা।
হামলাকারীদের পুলিশ সন্দেহজন ভাবে ১ জনকে আটক করেছে বলে জানা যায়। তবে হামলায় নিহতদের পরিচয় জানা যায়নি।
গুলিবিদ্ধ তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনই মারা যায়।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
তথ্য সূত্র: বিবিসি ও বাংলানিউজ২৪
মন্তব্য করুন