উইন্ডোজ ১১ এর চমৎকার ডিজাইন পাশাপাশি আরেকটি উল্লেখ্য যোগ্য সুবিধা হলো এখন থেকে সরাসরি উইন্ডোজ ১১ থেকে অ্যান্ড্রয়েট অ্যাপ ব্যবহার করা যাবে। উইন্ডোজ ১১ তে অ্যান্ড্রয়েট
এমনই তথ্য জানিয়েছিলেন মাইক্রোসফটের উইন্ডোজ দলের প্রধান পানোস পানয়।
windows 11 ব্যবহারকারীরা অ্যামাজন অ্যাকাউন্টের মাধ্যমে ‘উইন্ডোজ স্টোর’ থেকে ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন অ্যান্ড্রয়েডের সকল অ্যাপস।
অর্থাৎ, Amazon App store এর মাধ্যমে Windows স্টোর থেকে ডাউনলোড করা যাবে এন্ড্রয়েডের অ্যাপ্লিকেশন।
এখন থেকে, উইন্ডোজ ইউজারদের ব্যবহার করতে হবেনা আর কোনো ইমুলেটর।
উল্লেখ্য, উইন্ডোজ ১০ , ৮.১ থেকে বিনামূল্যে আপগ্রেড করা যাবে উইন্ডোজ ১১ তে।
এদিকে ,গত ২৪ জুন অফিশিয়ালি Windows 11 অপারেটিং সিস্টেমটি বাজারে ছাড়ার কথা অফিশিয়াল ভাবে ঘোষণা করে মাইক্রোসফট মাইক্রোসফট কোম্পানি।
ব্যবহারকারীরা পরের সপ্তাহ থেকে Windows 11 ডাউনলোডের মাধ্যমে অফিশিয়ালি আপডেট করতে পারবেন (বিটা ডাউনলোড)।
তবে Windows 10 আপডেটের মাধ্যমে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন Windows 11 অপারেটিং সিস্টেমটি।
যারা ইতোমধ্যেই Windows 10 ব্যহার করছেন এবং Windows 11 তে যেতে না চাইলে, তাদের জন্য ২০২৫ সাল পর্যন্ত Windows 10 এর অফিশিয়াল সাপোর্ট দিবে মাইক্রোসফট কোম্পানি।
‘উইন্ডোজ ১১’ সহজেই মানুষের মন দখল করবে এর অসাধারণ লুক, নতুন আইকন এবং নতুন সব ফিচারের মাধ্যমে- এমনটাই বলছে ব্যবহারকারীরা।
তবে অনেকেই Windows 11 অপারেটিং সিস্টেম অনেকটাই অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের মত একটা অনুভূতি পাবেন ব্যবহারকারীরা বলে জানা যায়।।
মেমোরি: ৪ জিবি র্যাম
স্টোর: সি ড্রাইভে ৬৪জিবি জায়গা থাকতে হবে । তবে হার্ডডিক্সের স্টোরেজ প্রর্যাপ্ত পরিমান স্পেস থাকতে হবে।
সিস্টেম ফ্যায়ারওয়ার: UEFI
টিপিএম: উইন্ডোজ ১১ ইন্সটল করতে গেলে সবার আগে জানা দরকার আপনার কম্পিউটারে টিপিএম কত ভার্সের আছে।
তা জানার জন্য বর্তমান উইন্ডোজ থেকে Type here to search (যদি windows 10 হয়) অপশনে টাইপ করুন
CDM তারপর Enter চাপুন ।
এখানে টিপিএম যদি দুই এর কম হয় তাহলে আপনি উইন্ডোজ ১১ ব্যবহার করতে পারবেন না। ৬-৭ বছরের আগের কম্পিউটারে সাধারনত টিপিএম এর পরিমান এমনই থাকে ।
মন্তব্য করুন