আমেরিকায় ফাইজার ও মর্ডানার পর তৃতীয় ভ্যাকসিন হিসবে জে এন্ড জে ভ্যাকসিনের অনুমতি দিয়েছে আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্টেশন ।
ভ্যাকসিনটি জনসন এন্ড জনসন কম্পানির অধীনে আসবে। জনসন এন্ড জনসন কম্পানি জানায় , জে এন্ড জে ভ্যকসিন অন্য ভ্যাকসিনের মতো দুটি ডোজ দিতে হবে না । একটি ডোজেই কাজ করবে ৮৫ শতাংশ।
ফাইজার ও মর্ডানার পর তৃতীয় ভ্যাকসিন
আমেরিকার স্বাস্থ্য বিশজ্ঞরা দ্রুত ভ্যাকসিনটি বাজারে আসবে তারা বলে আশা প্রকাশ করছে। কেন না, আমেরিকায় ৫১০০০০ জন আমেরিকায় কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত্যুর হার বাড়ার আশঙ্কায় ভ্যাকসিন গুলো দ্রুত ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে বলে আশা প্রকাশ করছে বিশেজ্ঞরা।
আমেরিকার FDA বলেছেন, জে এন্ড জে ভ্যাকসিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের বিরুদ্ধে জোড়ালো ভাবে কাজ করবে। হাসপাতলে গুরুতর অসুস্থ , ভর্তি রোগী এবং মৃত্যু রোধে। একটি ডোজে ৮৫ শতাংশ কোভিট-১৯ অসুস্থততার বিরুদ্ধে কাজ করবে।
তিনটি মহাদেশে পরিক্ষামূলক ক্রিক্যাল ট্রায়ালে খুব ভালো ফলাফল পাওয়া যায় দক্ষিন আফ্রিকার দেশ গুলোতে।
জে এন্ড জে প্রাথমিকভাবে কয়েক মিলিয়ন ডোজ রাজ্যগুলিতে সরবারহ করবে সোমাবারের প্রথম দিকে।
মার্চ মাসের শেষের দিকে জে এন্ড জে বলেছে তারা আমেরিকাতে ২০ মিলিয়ন ডোজ সরবারহ করবে এবং গ্রীষ্মের মধ্যে ১০০ মিলিয়ন ডোজ সরবারহ করবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।
জে এন্ড জে ইউরোপে এবং বিশ্বে স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এর ভ্যাকসিটি অতি জরুরিভাবে ব্যবহারের অনুমতি চেয়েছে।
সংস্থাটির লক্ষ্য বছরের শেষ দিকে পৃথিবী জুড়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদন করবে। বৃহস্পতিবার , বাহরাইন দেশে ব্যবহারে জন্য জন্য অনুমতি পাওয়া গেছে।
আমেরিকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন , একটি সমস্ত আমেরিকানদের জন্য খুব চমক প্রদ খবর যে সংকট নিরসেন আমারদের প্রায়াস একটি উৎসহজনক বিকাশ লাভ করবে ,তবে আমি স্পষ্ট করে বলতে চাই এই লড়াইটি খুব বেশি দূরে রয়েছ । তিনি আরো যোগ করে বলেন, মানুষেকে অন্যান্য জনস্বাস্থ্য ধরে রাখতে উৎসাহিত করবে।
মার্কিন পরামর্শদাতা কমিটি এক ডোজের ভ্যাকসিনের ব্যবহার কীভাবে অগ্রাধিকার দিতে হবে তার পরামর্শ দেওয়ার জন্য বৈঠক করবে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ডোজ ফাইজার ও মর্ডানার টিকা ৯৫% কোভিট রোগী ক্ষেত্রে কাজ করে। অন্য দিকে জে এন্ড জের টিকা ৮৫% টিকা কাজ করবে।
এছাড়া জে এন্ড জে পৃথক পৃথক ভাবে দুটি ডোজের গবেষণা করছে। যদি দুটি ডোজ বেশী কার্যকরি হয় । তাহলে ২য় ডোজ টি বেছে নেওয়া হবে ।
এফডিএ বলেছে , জেএন্ডজে টিকা দেওয়ার পরও যদি কেউ হালকা উপসর্গে আক্রান্ত হয় , তখন বুঝা যাবে এটি আরো ছড়াবে কিনা।
ফাইজার ও মর্ডানার টিকা মাইনাস ৭০ ডিগ্রি সে: রাখতে হয় । সে ক্ষেত্র জেএন্ডজে তার চেয়ে কম তাপমাত্রাতেও রাখা যাবে।
জেএ্ডজের টিকা অন্যন্য টিকার মতো জ্বর মাথা ব্যাথা ক্লান্তি উপসর্গ রয়েছে।
ইবাংলানিউজ/ টাইম ইউনিয়ন অবলম্বনে সাজিদ রায়হান।
মন্তব্য করুন