দেশে দ্রুতই আমদানি করা হবে রাশিয়ার টিকা স্পুটনিক ভি ভ্যাকসিন- জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন , কোভিড-১৯ করোনাভাইরাসের টিকা স্পুটনিক ভি আমদানির জন্য দুই দেশের মধ্যে চুক্তির প্রক্রিয়া শেষ পর্যায় রয়েছে।
আজ ৬ জুন রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষ পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, রাশিয়া থেকে দ্রুতই ৫০ লাখ ডোজ করোনার টিকা স্পুটনিক ভি আমদানি করতে ইচ্ছুক বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, তারা (পররাষ্ট্র মন্ত্রনালয়) রাশিয়ার সাথে সংযোগ স্থাপন করে দিয়েছে, বাকীটা স্বাস্থ্য মন্ত্রনালয় এগিয়ে নিবে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে ভ্যাকসিন সহযোগিতা নিয়ে আলাপ চলছে এবং এই টিকা রপ্তানির চুক্তির শেষ পর্যায় । বাংলাদেশ দ্রুতই ভ্যাকসিন সহোগিতা পাবে।
রাশিয়া থেকে ভ্যাকসিন স্পুটনিক ভি অনোমতি পেলে বাংলাদেশের ঔষধ কম্পানিগুলো তা উৎপাদন করতে পারবে বলে জানায পররাষ্ট্র মন্ত্রী।
ভ্যাকসিন স্পুটনিক-ভি আসছে বাংলাদেশে মে মাসে। দুটি ডোজে ৯১% কার্যকর।
মন্তব্য করুন