লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের খুলনা বিভাগের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ।
তিনি ৩১ ডিসেম্বর ১৯৬৩ সালে জম্মগ্রহন করেন। বাংলদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর লাভ করেন। বাংলাদেশের সেনবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সম্পর্কে জানুন।
তাছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও ডেভলপমেন্ট এন্ড সিকিউরিটি স্টাডিজে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিইউপিতে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যায়নরত আছেন।
১৯৮৩ সালে ২৩ ডিসেম্বর নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে সেনাবাহীনির পদাতিক কোরে কমিশন্ড অর্জন করেন।
এর আগে তিনি পদাতিক ব্যাটালিয়ন, বিএমএতে ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরি-দফতরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন । বাংলাদেশের সেনবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সম্পর্কে জানুন।
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে গত ডিসেম্বরে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডোর জিওসির দায়িত্ব থেকে কিউএমজি করে সেনা সদরে নিয়ে আসা হয় ।
২০১২ সালে তিনি ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ।
তিনি ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ৬ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট হিসাবে অভিষিক্ত হন ।
এর আগে তিনি ২০১৯ সালের আগস্ট মাসে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। বাংলাদেশের সেনবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সম্পর্কে জানুন।
এর পর তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) দায়িত্ব দেওয়া হয় । লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার কর্ম জীবনে তিনি লজিস্টিকস এরিয়া , পদাতিক ব্যাটালিয়ন, পদাতিক ব্রিগেডসহ বিভিন্ন পর্যায় গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সেনবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সম্পর্কে জানুন।
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৯ পদাতিক ডিভিশনের জিওসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে তিনি কাজ করেন । বাংলাদেশের সেনবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সম্পর্কে জানুন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ডেপুটি ফোর্স কমান্ডারের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের সেনবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ
তাছাড়াও তিনি ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ৬ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট হিসাবে অভিষিক্ত হন।
সেনাবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী একজন সিনিয়র অফিসারের প্রতি গভীর ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে পিতৃসুলভ অভিভাবকের আসনে ‘কর্নেল কমান্ড্যান্ট’ উপাধি দিয়ে অভিষিক্ত করা হয়ে থাকে।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে গত বৃহস্পতিবার ১০ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব দেয় প্রতিরক্ষা মন্ত্রনালয়। বাংলাদেশের সেনবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সম্পর্কে জানুন।
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক নিয়োগ আদেশের প্রজ্ঞাপণে বলা হয় , লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের সেনাবাহিনীর বিএ -২৪৯৬ লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডিইউ, পিএসসি, কোয়ার্টার মাস্টার জেনারেল আগামী ২৪ জুন অপরাহ্ন থেকে সেনাবাহীনির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের সেনবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সম্পর্কে জানুন।
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ২৪ জুন থেকে বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
আরো পড়ুন>>
বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
ইবাংলানিউজ২৪/কেইআ
মন্তব্য করুন