দুই বধূ এক স্বামী | এবার দুই প্রেমিকাকে বিয়ে করলেন এক ছেলে |
কথায় বলে প্রেমের মরা জলে ডুবেনা। ঠিক তেমনি হয়েছে ভারতের তেলেঙ্গনা রাজ্যের হায়দারাবাদে।
এক ছেলের সাথে প্রেম ছিলো দুই মেয়ের । অবশেষে দুই মেয়েকেই বিয়ে করলেন এক ছেলে পাশাপাশি বসিয়ে।
ছেলেটির নাম অর্জুন । তিনি হায়দারাবাদের ঘনাপুরের বাসিন্দা। ছেলে লেখাপড়া শেষ করে চাকরি খোঁজছে । আর মধ্যেই প্রেমের টানে বিয়ে করলেন দুই প্রেমিকাকে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রত্রিকা থেকে জানা যায়, পড়া লেখা চলাকালিন অর্জুনের নিজ গ্রামের উষারানির প্রেমে পড়েন এবং উষারানির সাথে প্রেম চালাকালীন সূর্যকলা নামে এক তুরুণীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন।
কিন্তু অর্জুনের দুই প্রেমের কাহীনি বেশিদিন চাপা থাকেনি । অর্জুনের বাড়ী থেকে বিয়ের জন্য তাগিদ দেওয়াতে দ্রুত বিয়ের বিষয়টি সমানে আসে।
অর্জুন তাদের দুইজনকেই বিয়ের প্রস্তাব দেয়। তারা দুইজনেই রাজী হয়ে যায় । এরপর গ্রামের সবার সমানেই দুই প্রেমিকাকে বিয়ে করেন অর্জুন।
মন্তব্য করুন