সিঙ্গাপুরে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। ৪৫ টি ফুটবল মাঠের সমাপরিমান জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।
এদিকে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটিকে পরিবেশ বান্ধব বিদ্যুতের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করেছে দেশটি। গত বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
সিঙ্গাপুরের দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক জলাধারটি এখন ঢাকা পড়েছে সৌর প্যানেলে। জালাধারের ৪৫ হেক্টর জায়গা জুড়ে বসানো হয়েছে ১ লক্ষ ২২ হাজার প্যানেল।
যা বিশ্বের সব বড় ভাসমান জল বিদ্যুৎ কেন্দ্র। এই সব সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চালানো যাবে দেশের ৫ টি পানি পরিশোধানাগার। বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র যার আয়তন ৪৫ টি ফুটবল মাঠের সমান।
৬০ মেগাওয়ার্ট উৎপাদন ক্ষমতায় সৌরবিদ্যুতের কেন্দ্রটি তৈরি করে করেছে Sembcorp ইন্ডাস্ট্রির এর মালিকানাধিন প্রতিষ্ঠান।
তাদের দাবী,ভবনের ছাদে অবস্থিত সৌর প্যানেলের চেয়ে ভাসোমান সৌর বিদ্যুতের প্যানেলে বিদ্যুৎ ক্ষমতা ৫-১৫ ভাগ বেশি।
কেননা, এখানে পানির প্রভবাবে প্যানেল গুলো ঠান্ডা থাকে। আবার অন্য কোন ভবনের ছায়ায় সূর্য রশ্মীকে বাধা দেয় না।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যা দিয়ে ২৫ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
সিঙ্গাপুরের এক প্রশাসনিক কর্মকর্তারা জানায়, বাতাসে ব্যাপক পরিমানে কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে সিঙ্গাপুরের সরকার।
সরকারারের সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৫ সালের মধ্যে দেশে ৪ ভাগের ১ ভাগ বিদ্যুৎ আসবে সৌরবিদ্যুৎ থেকে।
মন্তব্য করুন