শুরু হচ্ছে টোকিও অলিম্পিক | দর্শক ধারন ক্ষমতা ১০ হাজার নির্ধারণ |
আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক । কোভিট-১৯ করোনাভাইরাসের কথা মাথায় রেখে টোকিও গেমস কর্মকর্তরা , অলিম্পিকের প্রতিটি ভ্যানুতে দর্শক ধারনক্ষমতা যাতে ৫০% অতিক্রমণ না হয় , সেই চিন্তা মাথায় রেখে ১০ হাজার পর্যন্ত দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। করোনার মধ্যেও শুরু হচ্ছে টোকিও অলিম্পিক
আজ সোমবার অলিম্পিক খেলার আয়োজক কমিটি , জামান সরকার, টোকিও মেট্রোপলিটন সরকার এবং আন্তর্জাতিক অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির কর্মকর্তরা এই সিন্ধান্ত নেয়।
টোকিও অলিম্পিক গেমস আয়োজক কমিটি আরো সিন্ধন্ত নিয়েছে যে, তারা কোন বিদেশী দর্শককে ভ্যানুতে আমনন্ত্রন জানাবে না। করোনার মধ্যেও শুরু হচ্ছে টোকিও অলিম্পিক
আয়োজক কমিটি আরো জানায় যে , দর্শক ধারন ক্ষমতা সংক্রান্ত ও কিছু নিয়মের পরিবর্তন হতে পারে । এই বিষয় আয়োজক কমিটির প্রধান বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে এই গেমস দর্শক বিহীন অবস্থায় আয়োজিত হতে পারে।
জাপানের জনগণ এটি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন যে, অলিম্পিক ইভেন্টগুলোতে লোকজনের হঠাৎ যাওয়া-আসা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ হয়ে উঠতে পারে।
সরকারের শীর্ষ পর্যায় করোনাভাইরাস বিষয়ক পরমর্শক ও ২৫ জন স্বস্থ্য বিশেষজ্ঞরা বলেছে, সবচেয়ে উত্তম হচ্ছে দর্শক ব্যতিরেখে খেলোয়াড়দের দিয়ে খেলা সম্পন্ন করা।
সব কিছু ছাপিয়ে আগমী ২৩ জুলাই শুরু হচ্ছে অলিম্পিক-২০২১ । অন্য দিকে আগমী ২৩ আগস্ট শুরু পারে প্যারালিম্পিকের আয়োজন। সেখানে দর্শক নিয়ে অলিম্পিক কর্মকর্তারা কোন সিন্ধান্ত নেন নি।
মন্তব্য করুন