৫৫ বছর পর ইংল্যান্ড ফাইনালের দেখা পেলো।
অপেক্ষার ফল খুবই মিষ্টি হয় । তারই স্বাদ পাচ্ছে ইংল্যান্ড । দীর্ঘ ৫৫ বছর পর গুরুত্বপূর্ন কোন ফুটবল ইভেন্টে ইংল্যান্ড ফাইনালে উঠলো। ৫৫ বছর পর ইংল্যান্ড ইউরো ফাইনালে।
ওয়িম্বলি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ১২০ মিনিটের লড়াইয়ে ডেনমার্ককে ২-১ গোলে হারায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিঃ খেলার পর ১-১ গোলে সমতা থাকে ।
এর পর অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ালে ২-১ গোলে ইউরো ফাইনাল নিশ্চত করে স্বাগতিক ইংল্যান্ড।
আগামী ১২ জুলাই ফাইনালে লড়বে ইংল্যান্ড প্রতিপক্ষ ইতালির সাথে।
এর আগে সেই ১৯৬৬ সালে বড় কোন ইভেন্ট ফাইনালে উঠেছিলো ফুটবলের জনকেরা । এর পর কোন ফুটবলের বড় কোন ইভেন্টে তাদের ফাইলনাল পর্যন্ত যেতে দেখা যায়নি।
মন্তব্য করুন