পাঁচ ম্যাচে সিরিজের ৫ম তথা শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতেও টস জিতেছে নিউজিল্যান্ড। সিরিজ হেরে যাওয়া কিউইরা ব্যাটিং নিয়েছে এই ম্যাচেও।
৪ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামলেও সিরিজ (৩-১) নিশ্চিত হওয়ায় একাদশে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পরীক্ষা নিরীক্ষা করতে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব, মোস্তাফিজ, সাইফউদ্দিন ও মেহেদীকে। তাদের বদলে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও শামীম হোসেন।
সফরকারীরা পরিবর্তন এনেছে ৩টি। বাদ পড়েছেন হামিশ বেনেট, ব্লেয়ার টিকনার ও টম ব্লান্ডেল। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন স্কট কুগলেইন, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, জ্যাকব ডাফি, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও স্কট কুগলেইন।
উল্লেখ্য, নিউজিল্যান্ড ক্রিকেট দল বর্তমানে পাঁচটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করছে। ম্যাচগুলো ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর জন্য উভয় দলের প্রস্ততি হিসেবে গণ্য হবে।
প্রথমে নিউজিল্যান্ড দলের তিনটি টি২০আই ম্যাচ খেলার কথা থাকলেও ২০২১ সালের মে মাসে সূচিতে আরও দুটি টি২০আই ম্যাচ যোগ করা হয়।২০২১ সালের আগস্ট মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।
২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর পরিবর্তিত সূচি অনুসারে খেলা থাকার কারণে নিউজিল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন সিরিজটিতে খেলতে না পারায় টম ল্যাথামকে নিউজিল্যান্ড দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে নিউজিল্যান্ড দলের জন্য একটি প্রস্ততিমূলক ম্যাচের আয়োজন করা হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।
মন্তব্য করুন