ত্রিদেশীয় ফাইনাল ফুটবল খেলায় বাংলাদেশ নেপালের কাছে হারে ২-.১ গোলে। ১৫ বছর পর কোন বিদেশী মাটিতে আন্তজাতিক টুর্নামেন্টে খেলতে নেমেছিলো বাংলাদেশ।
ম্যাচের ১৮ মিনিটে নেপাল বাংলাদেশের জালে বল পাঠারে তখন বাংলাদেশ ১-০ তে পিছিয়ে পড়ে। স্বাগতিক নেপাল খেলার প্রথম আর্ধেই গোলের ব্যবধান দ্বিগুন করে । এর পর খেলার ৪২ মিনিটে আরো একটি গোল করলে বাংলাদেশের ২-০ পিছিয়ে পরে।
এর পর খেলা শেষ আর্ধে জামাল ভূইয়ার কর্নারে মাহুমুদুল সুফিলের হেডে নেপালের জালে বল গেলে বাংলাদেশ ১ গোলে এগিয়ে যায় । তখন গোলের ব্যবধান হয় ২-১। অতিরিক্ত ৬ মিনিটে খেলা গড়ালেও আর কোন গোল বাংলাদেশ করতে পারিন ।
মন্তব্য করুন