বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকায় ২০২৪ বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই সরাসরি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান দল!
সেইসঙ্গে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি এবারের বিশ্বকাপ ফরম্যাট থেকে ভিন্ন ফরম্যাট হবে বলেও জানায় সংস্থাটি। যেখানে অংশ নেবে মোট ২০টি দল।
আইসিসি জানায়, ওই ২০ দলের মধ্যে পূর্ব নির্ধারিত ২টিসহ ১০টি দল ইতোমধ্যেই নির্ধারণ হয়েছে। যার মধ্যে পূর্ব নির্ধারিত দল দুটি হলো- দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র (ইউএসএ)।
বাকি ৮টি দল হলো- এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই গ্রুপের সেরা ৮ দল- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস।
উপরোক্ত এই ১০ দলের বাইরে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশ দলের মধ্যে থাকায় সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ ও আফগানিস্তান।
মন্তব্য করুন