ক্রমশ এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৮৫ কিলোমিটার ও বালেশ্বর থেকে ১৪০ কিলোমিটার দূরে রয়েছে। কলকাতায় টর্নেডোর আশঙ্কা
বেলা ১২টা নাগাদ ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে ইয়াস। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। দিঘা থেকে ১৩০ কিমি দূরে রয়েছে ইয়াস। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার।
সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। এর জেরে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
সকাল সাড়ে ৮টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ উড়ান
ঘূর্ণিঝড় ইয়াসের জন্য সতর্কতা। সকাল সাড়ে ৮টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ। সকাল সোয়া ৮টা নাগাদ শেষ উড়ান রওনা দেয় বিশাখাপত্তনমের উদ্দেশ্যে।
বিমানের চাকা বেঁধে রাখা হয়েছে। আগেই মেরামত করা হয়েছে হ্যাঙ্গার। রানওয়ে সংলগ্ন এলাকায় জল জমার সমস্যা মোকাবিলায় নিকাশি ব্যবস্থা উন্নত করা হয়েছে। অন্য রাজ্যে কানেক্টিং ফ্লাইট বন্ধ না হওয়ায় সমস্যায় পড়েছেন বেশ কয়েকজন যাত্রী।
ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে চলেছে ওড়িশার ধামড়া ও বালেশ্বরের মাঝে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ভুবনেশ্বর বিমানবন্দর।
দিঘা থেকে ৮০ কিমি দূরে রয়েছে ইয়াস
দিঘা থেকে ৮০ কিমি দূরে রয়েছে ইয়াস। ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৮০ কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
বেলার দিকে আছড়ে পড়তে চলেছে ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে।
9:41 AM IST | 26 MAY 2021
Cyclone Yaas Live ল্যান্ডফল প্রক্রিয়া শুরু ইয়াসের, চলবে ৩ ঘণ্টা ধরে
ল্যান্ডফল প্রক্রিয়া শুরু ইয়াসের, চলবে ৩ ঘণ্টা ধরে। জানাল আবহাওয়া দফতর।
9:40 AM IST | 26 MAY 2021
Yaas Cyclone LIVE: শুরু হল ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া
শুরু হল ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ড ফল প্রক্রিয়া। কয়েকঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল
ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই পরিস্থিতি সামাল দিতে ১০টি জেলায় নামানো হয় সেনা
ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই পরিস্থিতি সামাল দিতে ১০টি জেলায় নামানো হয় সেনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি ও নদিয়ায় ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, অফিসার সহ ৩ লক্ষ পুলিশ মোতায়েত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টা ধরে ডিউটি করছেন বিপর্যয় মোকাবিলা, পুরসভা, পঞ্চায়েত, পিডব্লুউডি, বিদ্যুৎ, সেচ, কৃষি দফতরের প্রায় ৭৪ হাজার কর্মী। মূলত প্রাণহানি রোখাই সরকারের লক্ষ্য।
এর পাশাপাশি সরকারি-বেসরকারি সম্পত্তি যাতে কম নষ্ট হয়, নষ্ট হলেও যাতে দ্রুত মেরামত করা যায় তার নিরন্তর চেষ্টা চলছে। বিপর্যয় মোকাবিলায় তৈরি রাখা হয়েছে স্পিড বোট, গাছ কাটার যন্ত্র, অ্যাম্বুল্যান্স। নবান্নের পাশাপাশি সব পুরসভা, পঞ্চায়েত, জেলায় জেলায় জেলাশাসকের অফিসে খোলা হয়েছে ।
ইবাংলানিউজ২৪.কমে আরো পড়ুন>>
এই খবরের বিস্তারিত পড়ুন> এবিপি আনন্দতে।
মন্তব্য করুন