নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ইয়াস আরও দুর্বল হয়ে উত্তর দিকে সরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এখন এটি ভারতের বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করেছে।
এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজও ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে দেশের নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
লঘুচাপে পরিণত হওয়ার ফলে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তথ্য সূত্র: বাংলা ট্রিবিউন
এই খবরের বিস্তারিত পড়ুন>>বাংলা ট্রিবিউনে
মন্তব্য করুন