গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সীসা যুক্ত ব্যাটারি (lead acid battery) বা পাউডার ব্যাটারি নিরাপদ পরিত্যাজ্য বিষয় নিশ্চত করতে একটি প্রজ্ঞাপন(S.R.O) জারি করেছে।
এই প্রজ্ঞাপণে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাটারি ভাঙ্গা বা আগুন দিয়ে পুরিয়ে সীসা প্রক্রিয়াজাত করতে পারবেনা।
বিভিন্ন যানবাহন যেমন ব্যাটারি চালিত অটোরিক্সা, অটোব্যান এবং আইপিএস (ips), সোলার , ইউপিএস এবং ইনর্ভাটার ছাড়াও অন্যান্য কাজে সীসা যুক্ত ব্যাটারি বা লেড এসিডের ব্যাটিরি ব্যাবহার করা হয় ।
এসিড বিহীন ব্যাটারী মূলত সীসা দিয়েছে তৈরি করা হয় । এসব ব্যটারিতে প্রায় ৬০ শতাংশ সীসা থাকে । দীর্ঘদিন ব্যটারি ব্যবহারের ফলে ব্যটারির কার্যক্ষমতা কমে য়ায় । ফলে ব্যাটারি পরিত্যাজ্য অবস্থায় থেকে যায় । তখন এই পরিত্যাজ্য ব্যাটারি অনেক প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে সীসা বের করে নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে।
আগুন পুড়ানোর সময় সঠিক পদ্ধতি ব্যবহার করা না হলে পরিবেশের মারাত্নক ক্ষতি সাধন হয় ।
অনেক ক্ষেত্রে ক্যান্সারের মতো মরন ব্যাধি হওয়ার সুযোগ করে দেয় সীসা পুড়ানোর ফলে।
খোলা যায়গায় সীসা পুড়ানোর এবং নারাচাড়া করার ফলে দ্রুত পরিবেশে মিশে যায় । যার ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে ।
তাই সরকার সীসার মারাত্মক দিক বিবেচনা করে গত ২৫ ফেব্রুয়ারী প্রজ্ঞাপণ জারি করে।
মন্তব্য করুন